শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

কোহলির সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করল ভারত

রিপোর্টারের নাম / ৬৯ টাইম ভিউ
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ভারতীয় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের দেড়শোর্ধ্ব রানের ইনিংসের পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন বিরাট কোহলিও। টেস্ট ক্রিকেটে ৪৯৬ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন তারকা এই ব্যাটার। পার্থে দাপুটে ব্যাটিংয়ে ৫৩৩ রানের পাহাড়সম লিড দাঁড় করিয়েছে সফরকারীরা।

ঘরের মাঠে টেস্টে কিউইদের বিপক্ষে ধবলধোলাইয়ের পর অস্ট্রেলিয়ায়ও ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। এত অল্প পুঁজির পরেও বোলারদের কল্যাণে ৪৬ রানের লিড পেয়ে যায় জসপ্রীত বুমরাহর দল।-খবর তোলপাড়।

দ্বিতীয় ইনিংসে মুদ্রার সম্পূর্ণ বিপরীত চিত্র নিয়ে হাজির হয় ভারত। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল—দুজন মিলে গড়েন ২০১ রানের ম্যারাথন ওপেনিং জুটি। রাহুল ৭৭ রানে ফিরলেও, রেকর্ডগড়া সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। শেষমেশ সেঞ্চুরির অপেক্ষা ফুরোলো কোহলিরও।

দুই সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে ভারত। তাদের লিড দাঁড়িয়েছে ৫৩৩ রানে। ভারতের পাহাড়সম রান তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে মাত্র ১২ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্যাট কামিন্সরা।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইন-আপ। প্রথম ওভারেই বুমরাহর বলে এলবিডব্লিউ হন নাথান ম্যাকসুইনি। নাইটওয়াচম্যান হিসাবে নামা প্যাট কামিন্সকে ফেরান মোহাম্মদ সিরাজ। দিনের শেষ বলে আউট হন মার্নাস লাবুশেন।

তিন উইকেট খুইয়ে সাকুল্যে ১২ রান উঠেছে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। জেতার জন্য ৫২২ রান চাই তাদের। অন্যদিকে পার্থ টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে ভারতের দরকার আর সাত উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর