শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে চায় না সরকার জানিয়েছে বাংলাদেশের প্রেস সচিব

রিপোর্টারের নাম / ৮৫ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট (বিক্ষোভ) কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার। এ জন্য এই সরকারের এটাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।-খবর তোলপাড়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, কঠোরভাবে সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে।

জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি। তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক।

এ ছাড়াও ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর