নাগেশ্বরীতে ভূয়া ব্যাংক খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
সংবাদদাতা, নাগেশ্বরী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুয়া এনজিও খুলে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, নাগেশ্বরী সাতানী পাড়া গ্রামের মকবুলের ছেলে রেজাউল করিম (কলেজ মোড় রুষা ডায়াগনস্টিক সেন্টারের মালিক) কৃষি বীজ ব্যাংক নামে একটি এনজিও খুলে চাকুরী দেয়ার নামে জামানতের কথা বলে প্রার্থী প্রতি ২থেকে ৩লক্ষ টাকা দাবি করছে। যারা টাকা দিতে রাজি হচ্ছে তাদেরকে একটি নিয়োগ পত্র হাতে ধরিয়ে দিচ্ছে।
গত তারিখে নাগেশ্বরী শাখার জন্য প্রায় ২৭জন প্রার্থীকে নিয়োগ পত্র হাতে দিয়ে ঢাকার একটি অপরিচিত ভবনে নিয়ে সাক্ষাৎকার পরীক্ষা নেয়।
এছাড়াও সাক্ষাৎকার পরীক্ষার পরের দিন একদিনের প্রশিক্ষণ দেয়।যারা টাকা দিবে তাদেরকে যোগদান দেবে বলে জানিয়ে দেয়।
এব্যাপারে রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটা ১২বছর মেয়াদের সরকারি প্রকল্প। কাজের ধরন ও জনবলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংক স্টাফ ১২ জন এবং প্রত্যেক ইউনিয়নের জন্য ৪জন করে লোক নিয়োগ দেয়া হবে। তারা কৃষকদের মাঝে বিনা সুধে ঋন, বিনা মুল্যে সার,বীজ ও বিভিন্ন ঔষধ দিবে। চাকুরী প্রার্থী প্রত্যেককে বাংকের হিসেব নম্বরে জামানত হিসেবে ২ থেক ৩লক্ষ টাকা জমা দিতে হবে।
প্রকল্পের সরকারি অনুমোদনের কোন কাগজ আছে কি জানতে চাইলে, তিনি সরকারি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারে নাই।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে এ ব্যাপারে কোন তথ্য দিতে পারে নি। নাগেশ্বরী কৃষি ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এব্যাপারে আমাদের নিকট কোন তথ্য নেই।
উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, বিষয়টি আমি জানিনা। তবে খোজ খবর নিয়ে জানতে হবে।