উলিপুরে আমন ধানের বাম্পার ফলন, দাম ভালো

আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে বিস্তীর্ণ মাঠজুড়ে চারদিকে সোনালী ধানের সমারোহ। বসন্ত বাতাসে ঢেউয়ের মতো দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। দিগন্ত জোড়া সোনালী ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে করে তুলেছে আরও বিকশিত। কৃষকরা সোনালী ধান কেটে ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি এবং ভারে করে নিয়ে যাচ্ছে নিজ গৃহে। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন এবং দাম ভালো হওয়ায় কৃষকদের বুক আনন্দে ভরে উঠেছে। আগামী একই সপ্তাহের মধ্যে অধিকাংশ কৃষকের ফসল গোলায় উঠবে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আমন মৌসুমে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৫’শত ৬০ হেক্টর জমি। ফলন উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১০ লাখ ৩ হাজার একশত ৫২ মেট্রিক টন।
নারিকেল বাড়ি স›ন্যাসী তলা গ্রামের কৃষক খগেন চন্দ্র বলেন, আমি ৩ একর জমিয়ে আমন ধান রোপণ করেছি। কয়েকদিন থেকে ধানকাটা শুরু করেছি। ফলনও ভালো হয়েছে, বাজারে ধানের দামও ভালো।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন পুরোদমে ধান কাটা শুরু হয়েছে, আগামী ১৫/২০ দিনের মধ্যে মাঠের সকল ফসল কৃষকের গোলায় উঠবে। চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। আশাকরি কৃষক ভাল দামও পাবে।