আঃ মালেক:
উলিপুরে অটোরিকশার ধাক্কায় মাহমুদুল হাসান মোজাহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের পূর্ব টারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মোজাহিদ ওই গ্রামের মাওঃ শহিদুর রহমানের ছেলে। শিশুটি দিগল হাইল্যা গাজীপুর সিদ্দিকীয়া খানকা শরীফের নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির সামনের রাস্তায় আসে শিশু মোজাহিদ। এ সময় বেপরোয়া ব্যাটারিচালিত একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।
মোবাইল : ০১৭৭৩৩৭৪৩৬২ । ইমেইল : dailytolpernews@gmail.com
বিজ্ঞাপন: prohaladsaikot@gmail.com