উলিপুরে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি কলেজর উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আর মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, গুনাইগাছ ডিগ্ৰি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু হেনা মুস্তাফা।
এসময় উপস্থিত ছিলেন, বজরা পূর্ব পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান জাহাঙ্গীর আলম, স্কুলের প্রধান সামছুন্নাহার বেগম, সাবেক সভাপতি নওয়াব আলী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
পরে ৯১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।