শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে এক ট্রলি চালক আত্মহত্যা

রিপোর্টারের নাম / ৪৪ টাইম ভিউ
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে এক ট্রলি চালক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(৩০নভেম্বর) উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে রমজান আলী(১৮)অন্যান্য দিনের মতো শুক্রবার (২৯নভেম্বর) ট্রলি(স্যালো চালিত) চালিয়ে বাড়িতে আসে। ওইদিন গভীর রাতে সে সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেন। পরদিন শনিবার সকালে শয়ন ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে রমজান আলীর ঘরে প্রবেশ করলে তার লাশ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ফাঁস থেকে লাশ নামিয়ে ফেলে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীর লাশ উদ্ধার করে। মানষিক ভারসাম্যহীনতায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পায় পুলিশ।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২৯/২৪। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর