শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
তোর রূপের আগুনে

-ফারুক আহম্মেদ জীবন
আমি মরিরে….
তোর রুপের আগুনে জ্বলে মরিরে।।
তোর, ঠোঁট দুটি দেখতে লাগে কমলার কোয়া
ঐ ঠোঁটে লাগে যদি ঠোঁটের ছোঁয়া
বিদ্যুৎ চমকাই যেনো সারা শরীরে।।
তোর ঐ, উঁচু নিচু ঢেউ তুলা
কোমল, বুকের মাঝে…
আমি, মুখখানি রাখিতে চায়
যে, একটু গুজে।।
ভালোবেসে মাতাল করতে চায় যে তোকে
আমার প্রেমের আদরে।।
তোর ঐ, দুটি চোখের চাহুনিতে
বন্ধু, কি-যে নেশা…
আমি জানিনে তোর মনে কতো
জমা ভালেবাসা?
আমি যে, সেই ভালোবাসা নিতে চায় বন্ধু
সবকিছু উজাড় করে।।
তোকে, আদরে সোহাগে করবো
আমি, পাগলিনী…
আমার মন মহলের তুই যে বন্ধু
একবার হলে রাণী?
বন্ধু তোকে সারা জনম রাখবো জড়ায়
আমার প্রেমের চাদরে।।
নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর