বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন
আনছার আলী তুহিন, রৌমারী (কুড়িগ্রাম):
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সম্বনিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাবলম্বী করতে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অফিস চত্ত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত, নদী ভাঙ্গা ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। এর মধ্যে ৪৬ পরিবারকে জন প্রতি দুটি করে ছাগল ও ৫০ জন পরিবারের মাঝে তিনটি করে ভেড়া বিতরণ করা হয়। জানা যায় সুবিধা বঞ্চিত, নদী ভাঙ্গা ও হতদরিদ্র পরিবারকে আর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করতে এ পরিবারকে গুলোকে সহযোগীতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এটি এম হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ার সাদাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুন্নবী মিলন প্রমূখ।