শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
ইউসুফ আলমগীর, সহযোগী সম্পাদক:
কুড়িগ্রামে চরাঞ্চালের শিক্ষার্থীদের মানোন্নয়ন, মাদক ও বাল্য বিবাহ বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজন ব্রহ্মপুত্রের দুর্গম চরঞ্চল চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আজীবন সদস্য ইউসুফ আলমগীর, স্থানীয় ইউপি সদস্য রায়হান মন্ডল, শাহ আলম, চরাঞ্চলের উন্নয়ন সংগঠন ফ্রেন্ডশীপের আঞ্চলিক সমন্বয়কারী আবদুস সালাম প্রমূখ।
বক্তরা বলেন, চরাঞ্চলের শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতার ভেতর পড়াশুনা করতে হয়। সেসব সীমাবদ্ধতাকে জয় করতে অভিভাবকদের প্রধান ভূমিকার পাশাপাশি সরকারী ও বেসরকারী সময়পোযোগি উদ্যোগ প্রয়োজন। সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী উদ্যোগ ও আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক এবং স্থানীয় সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সকলেই সচেতন হলে বাল্যবিবাহের মতন ঘটনা বন্ধ করা সম্ভব।