রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

দুইবারের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

রিপোর্টারের নাম / ৪১ টাইম ভিউ
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আফগানিস্তানের পর এবার নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো টাইগার যুবারা।

রবিবার (১ ডিসেম্বর) নেপালকে মাত্র ১৪১ রানে গুঁড়িয়ে দেয়ার পর ১২৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজেরা।-খবর তোলপাড়।

রান তাড়ায় নেমে ৬৫ বল মোকাবিলায় ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। এছাড়া ৭১ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। তবে ব্যর্থ ছিলেন কালাম সিদ্দিকি আলিন, মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। তিন জনই রানের খাতা খুলতে ব্যর্থ হন। এদিকে ৮ রান খরচায় ২ উইকেট নিয়ে নেপালের পক্ষে সফল বোলার যুবরাজ খাত্রি।

এদিন আল ফাহাদ, ইমন ও রিজানদের বোলিং তোপে ৪৫.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪১ রানে গুঁড়িয়ে গিয়েছিল নেপাল। দলের পক্ষে ৭৭ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। এছাড়া সমান ২৯ রানের ইনিংস খেলেন উত্তম রঙ্গু থাপা মাগার ও অভিষেক তিওয়ারি।

লাল সবুজদের পক্ষে সমান ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন ও রিজান হোসেন।

এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছিল যুবারা। তাতে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়েছে আসরের সেমিফাইনাল। একই গ্রুপ থেকে পরপর দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর