শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন

অন্য পুরুষের সঙ্গে ঐশ্বরিয়া!

রিপোর্টারের নাম / ৪৬ টাইম ভিউ
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বিচ্ছেদ গুঞ্জন পিছু ছাড়ছে না বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ দম্পতির সবকিছুতেই বিচ্ছেদের গন্ধ খুঁজে পাচ্ছেন নেটাগরিকেরা। এরইমাঝে অন্য এক পুরুষের সঙ্গে গালে গাল ঠেকিয়ে সেলফি বন্দি হলেন রাই সুন্দরী। যা উসকে দিল বিচ্ছেদের গঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ (১ ডিসেম্বর) সকাল সকাল ভাইরাল এক সেলফি। যেখানে তাকে এক পুরুষের সঙ্গে গালে গাল ঠেকিয়ে ছবি তুলতে দেখা গেছে। স্বভাবতই যেখানে ডিভোর্সের চর্চা জমজমাট, সেখানে এরকম একটা ছবি দেখে অনেকেই অবাক। তবে এই সু-পুরুষের সঙ্গে অনেকদিনের চেনাজানা ঐশ্বরিয়ার। কীভাবে চেনেন দুজনে একে-অপরকে?-বিনোদন তোলপাড়।

ঐশ্বরিয়ার সঙ্গে থাকা এই পুরুষটি বিখ্য়াত সেলেব্রিটি মেকআপ শিল্পী অ্যাড্রিয়ান জেকবস। অ্যাড্রিয়ান নিজস্ব অ্যাকাউন্টে রাই সুন্দরীর সঙ্গে সেলফিটি শেয়ার করেন। লেখেন, ‘কর্মক্ষেত্রে একটি সুন্দর দিন।’

কদিন আগে নামের পদবি থেকে ‘বচ্চন’ ছেটে ফেলেও গুঞ্জনের জন্ম দিয়েছিলেন। তবে বিষয়টি এই সেলফির মতোই অতি স্বাভাবিক ছিল। দুবাইয়ে উইমেন এমপাওয়ারমেন্ট বিষয়ক একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে মঞ্চে ঐশ্বরিয়া পা রাখতেই স্ক্রিনে ভেসে ওঠে তার নাম। স্ক্রিনের সে নামে বাদ পড়ে বচ্চন পদবি। এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ডিভোর্স গুঞ্জনের তেজ আরও বাড়তে থাকে।

পরে জানা যায়, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সে কারণে আয়োজকরা ঐশ্বরিয়ার নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। স্বামীর পদবি নয়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর