শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

কুড়িগ্রামে নিষিদ্ধ ইলেকট্রিক মেশিন ব্যবহারে আটক ৬ জেলে

রিপোর্টারের নাম / ৮৫ টাইম ভিউ
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

দেশীয় পোনা ধ্বংসে যেন উঠে পরে লেগেছে মাছ আহরণকারীরা। অধিক মুনাফা লাভের আশায় আহরণকারীদের প্রলুদ্ধ করতে এবার ব্যবহার হচ্ছে ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরা। সোমবার (২ডিসেম্বর) এরকম দুটি ইলেকট্রিক মেশিনের শকওয়েভ দিয়ে মাছ ধরার সময় দুটি মেশিনসহ ৬ জেলেকে আটক করেছে চিলমারী নৌবন্দর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র নদ বেষ্টিত চর বড়ভিটা এলাকায়।

অভিযানে নেতৃত্ব দেয়া চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির জানান, এলাকার সচেতন মানুষ বিভিন্ন সময় অভিযোগ করছেন নদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে এক শ্রেণির জেলে ইলেকট্রিক শকওয়েভ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোনা মাছও। অবৈধভাবে এসব মেশিন দিয়ে মাছ ধরায় ব্রহ্মপূত্র নদে অভিযান চালিয়ে ৬ জেলেকে দুটি ইলেকট্রিক মেশিনসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলো, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০)সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর