শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

উৎকোচ গ্রহণের ভিডিও ভাইরাল, রেলওয়ের ২ এ্যাটেনডেন্ট বরখাস্ত

রিপোর্টারের নাম / ৪৫ টাইম ভিউ
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, লালমনিরহাট:

বিনা টিকেটে রেল ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের অভিযোগে লালমনিরহাট রেলওয়ে কর্মরত দুই এ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি উৎকোচ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। পরে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে এ ব্যাপারে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেল বিভাগ।

ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি আন্তঃনগর ট্রেনে ইউনিফর্ম পরিহিত দুই পরিচর্যক (অ্যাটেনডেন্ট) বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে দরদাম করে টাকা নিচ্ছেন। লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন ঢাকা থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনার ভিডিও একজন যাত্রী ধারণ করেন। পরে নিশ্চিত হওয়া যায়, ওই দুই পরিচর্যকের একজনের নাম সোহেল রানা ও অপরজন আব্দুর রব রাহাত।

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি চক্র বিনা টিকেটে রেল ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে আসছে। পরে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আসে। এরপর মো. সোহেল রানা ও আব্দুর রব রাহাত নামে দুই এ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করে নোটিশ জারি করে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রধান যন্ত্র প্রকৌশলী (পশ্চিম) এর নির্দেশে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো) কাজী সুমনকে আহ্বায়ক করে তার ও উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সান্তাহার) সোহেল রানার সমন্বয়ে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় যন্ত্র প্রকৌশলী তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘আপনার ডিউটি চলাকালীন সময়ে যাত্রী সাধারণের নিকট থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। একজন দায়িত্বশীল এ্যাটেনডেন্ট হিসেবে এ ধরনের কর্মকান্ড মোটেই কাম্য নয়। ফলে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং সেই সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। আপনার এ ধরনের কর্মকান্ডে সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা, গাফিলতি ও উদাসিনতার শামীল। অতএব দক্ষতা ও শৃঙ্খলা বিধি /১৯৬১ এর ৩ এর ‘খ’ ধারায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হবে না, তা নোটিশ ফর্ম’ এ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে অত্র দপ্তরে প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় যন্ত্র প্রকৌশলী তাসরুজ্জামান বাবু জানান, বিনা টিকেটে রেল ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে তা বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে অভিযুক্ত এ্যাটেনডেন্ট মো. সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে সাময়িক বরখাস্ত করে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও এ ব্যাপারে ৩ কার্যদিবস সময় বেঁধে দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে রবিবার বিকেলে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নেয়ার ঘটনায় বক্তব্য নিতে রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কক্ষে যান স্থানীয় সাংবাদিকরা। নিজেদের পরিচয় দিয়ে ওই ঘটনা প্রসঙ্গে বক্তব্য জানতে চাওয়া হলে সাংবাদিকদের উপর ক্ষেপে যান ওই কর্মকর্তা। ক্ষেপে গিয়ে ওই কর্মকর্তা নিজেকে দেশের প্রথম ‘শিশু সাংবাদিক’ দাবি করে নানা ধরণের উচ্চ বাক্য বলতে শুরু করেন। একপর্যায়ে সাংবাদিকদের ‘গেটআউট’ বলে নিজের কক্ষ থেকে বের করে দেন।

তবে এ বিষয়ে ওই কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। লাঞ্ছিতের শিকার ওই তিন সাংবাদিক হলেন, ঢাকাপোস্ট ও খোলাকাগজ প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন, ঢাকা ট্রিবিউনের মহসীন ইসলাম শাওন ও দূরবীন নিউজের জুয়াবের আহমেদ খান।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দু সালাম বলেন, ‘বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ায় অভিযুক্ত এ্যাটেনডেন্ট মোঃ সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীর অসদাচরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীসেবার সাথে সংশ্লিষ্ট কোনো ধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর