শ্রীবরদীতে থানা পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) :
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জঙ্গীবাদ, সরাইবার ক্রাইম, চুরি, ছিনতাই, মাদক জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, আত্মহত্যা, পানিতে ডুবে শিশুর মৃত্যু সংক্রান্ত এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু, প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে ভেলুয়া ইউনিয়ন পরিষদের হলরোমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিমের সভাপতিত্বে আইন শৃংখলার সার্বিক দিক নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ।
ইউপি সদস্য সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য জহুরুল হক, সমাজ সেবক আবু বক্কর, রাজু, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ব্যবসায়ী, মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন এস.আই সোহেল, এসআই আজিজুল, এসআই শফিকুল ও শতাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।