বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে।বুধবার(২আগষ্ট) বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।-খবর তোলপাড় ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে। এরপর ওই ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে।
ডিগ্রি ভর্তি যোগ্যতা ২০২৩ / ডিগ্রি ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
এখানে কেবল নির্দিষ্ট পয়েন্ট ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় এবং নির্দিষ্ট সেশনগুলোতে। আসুন এ ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আমরা এখন নিজে থেকে দেখব।
এসএসসি পাস:
যে সকল শিক্ষার্থীরা ২০১৮, ২০১৯, ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং উত্তীর্ণ হয়েছে। সে সকল শিক্ষার্থীরা ডিগ্রিতে আবেদন করার সুযোগ পাবে। তবে এক্ষেত্রে চতুর্থ বিষয়সহ শিক্ষার্থীদের ২ পয়েন্ট থাকতে হবে।
এইচএসসি পাস:
যেসব শিক্ষার্থীরা ২০২০, ২০২১ এবং ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই কেবল এখানে ডিগ্রী ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তাদেরকে চতুর্থ বিষয়ে সহ ২ পয়েন্ট থাকতে হবে। তাছাড়া কোন শিক্ষার্থী এখানে আবেদন করার সুযোগ পাবে না।
ডিগ্রি ভর্তির আবেদনের সময়সীমা:
ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ মতে শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময় আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। আসুন এখন দেখে নেই কবে কত তারিখে কোন কাজগুলো করতে হবে সে বিষয়টি।
ডিগ্রি ভর্তি হতে কি কি লাগে:
প্রথমে শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিংক হচ্ছে app1.nu.edu.bd/ এটি। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে আপনার আবেদন সফল হবে এবং সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য জনাতে এখানে ক্লিক করুন।