বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজম আলী (৫০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজম আলী শিক্ষকতার পাশাপাশি বিদ্যুতের কাজ করতেন। আজ শুক্রবার স্কুল বন্ধ থাকায় বাড়িতে নিজের সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।