শিরোনাম
স্মৃতি টুকু রেখো
-ফারুক আহম্মেদ জীবন
কভু আমি যদি মরে যাই
চলে যায় ঐ বনে,
তবে কি সব ভুলে যাবে মোরে
নাকি রাখিবে মনে?
ভালোবেসে রাখিবে কি মোর
সবে হৃদয়ের কোণে?
মোর লেখা ভালোবেসে আজ
তোমরা পড় যতো জনে?
ভবে এসেছিলাম শূন্য হস্তে
যাবোও যখন খালি,
ভালোবাসিতে না পারো মোর
দিও না কেউ গালি।
যদি পারো সবে নামটুকু মোর
স্মৃতি করে রেখো,
ভালো লাগলে,লেখা যত মোর
সবে নয়ন মেলে দেখো।
নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর