সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

শুক্রবার মহিলা সমিতির মঞ্চে প্রাচ্যনাটের নাটক ‘কিনু কাহারের থেটার’

রিপোর্টারের নাম / ৩৮ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বেইলি রোডের মহিলা সমিতিতে মঞ্চায়িত হবে প্রাচ্যটান্য প্রযোজিত নাটক “কিনু কাহারের থেটার”। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।-বিনোদন তোলপাড়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হতে যাওয়া নাটকটির কাহিনী তুলে ধরা হল:

নাটকে পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন- এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব। রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কি করে চোদ্দ ঘা চাবুক মারতে আদেশ দিবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দিবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য।

চার থলি টাকার বিনিময়ে ঘণ্টাকর্ণের বৌ জগদম্বা উজিরের হাতে তুলে দিল তার স্বামীকে। তারপর ঘণ্টাকর্ণের বাড়ির দুয়ারে যত চোর, ডাকাত, দাগী আসামীর লাইন, থলি থলি টাকা নিয়ে সবাই দাঁড়িয়ে, অপরাধ করে তারা আর সাজা ভোগ করে; সাজা খেকো অফিসার; ঘণ্টাকর্ণ। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছে, রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোন আইনের সংকট নেই। চারিদিকে শান্তি, শান্তি,শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে।
লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হল ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘণ্টাকর্ণ আছেই, নে রে বাপ ঘণ্টাকর্ণ, উঠে পর ফাঁসি কাষ্ঠে। তারপর?

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জগন্ময় পাল, শাহানা রহমান সুমি, বিলকিস জাহান জবা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা, পারভীন পারু, শাহরিয়ার ফেরদৌস সজীব, শাহরিয়ার রানা জুয়েল, ফুয়াদ বিন ইদ্রিস, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, বিন ই আমিন, শাহীন সাইদুর, তানজিকুন, ফয়সাল কবির সাদী, আহমেদ সাকি, আল-আমিন প্রমুখ। সেট

ডিজাইন করেছেন রিঙ্কন সিকদার, সংগীত পরিকল্পনায় প্রাচ্যনাট্য সংগীত দল, আলোক পরিকল্পনায় আবুল হাসনাত ভুঁইয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর