বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০২ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

লঙ্কা প্রিমিয়ার লিগ: হৃদয়ের ঝড়ে শীর্ষ স্থান হারালো সাকিবরা

লক্ষ্যটা খুব বড় ছিল না। সাকিব আল হাসানের শুরুর তোপও তাই কাজ করেনি। গল টাইটান্সকে একরাশ হতাশায় ডুবিয়ে সাকিবদের চার-ছক্কায় উড়িয়ে বড় জয় তুলে নিয়েছে জাফনা কিংস। টানা দুই ম্যাচ জয়ের পর ৮ উইকেটে হেরেছে সাকিবদের দল, শীর্ষও হাতছাড়া হয়েছে হৃদয়দের কাছে।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুক্রবার পাল্লেকেলেতে তোপ দেগেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেলালাগে। টস জিতে ব্যাটিংয়ে নামা গলের ৯ উইকেটে ১১৭ রানের জবাবে ২ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছায় হৃদয়রা।-খবর তোলপাড় ।

এদিন ব্যাটিংয়ে নেমে দলের বিপদের মুহূর্তে ক্রিজে এসেও হাল ধরতে পারেননি সাকিব। আগের ম্যাচে তাণ্ডব চালানো টিম সেইফার্ট এবার থামেন ১৮ রান করে। ১১তম ওভারে ব্যাটিংয়ে এসে সাকিব ৯ বল খেলে ৬ রানে দুনিথ ভেল্লালাগের শিকার হন। পরে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জাফনার ভেল্লালাগে। ম্যাচের সেরা হয়েছেন দুনিথ।

৮৯ রানে ৬ উইকেট হারানোর পর দাসুন শানাকা শেষ দিকে ২৪ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানে দলের সংগ্রহ বাড়ান। একই ওভারে তাকে ও আকিলা ধনাঞ্জয়াকে ফিরিয়ে ধাক্কা দেন নান্দ্রে বার্গার।

জবাবে, সাকিব আল হাসানের বলে ১৭ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলে ক্রিজে নামেন তাওহীদ হৃদয়। রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে সহজ জয়ের ভিত গড়েন বাংলাদেশি ব্যাটার। তাতে হেসেখেলে জয় আসে।

তৃতীয় ওভারে ক্রিজে নেমে তাওহীদ পঞ্চম ওভারে সাকিবের মুখোমুখি হয়ে প্রথম বলেই ছয় মারেন। পরের বলে চার। ১৩তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ বলে এলপিএলে নিজের পঞ্চম ফিফটি হাকান গুরবাজ।

আসরে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে জাফনা কিংস। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে দ্বিতীয় স্থানে নেমে গেছে গল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়