শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর

রিপোর্টারের নাম / ৪১ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চলতি ২০২৪ সালে সৌদি আরবে রেকর্ড তিন শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সবশেষ গত ৩ ডিসেম্বর আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর এনডিটিভি/তোলপাড়।

সর্বশেষ মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মাদক পাচারকারী ও একজন হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। এতে এ বছরের মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩-এ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীন ও ইরানের পর বিশ্বে তৃতীয় সর্বাধিক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সৌদি আরবে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, এর আগে সৌদি আরবে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল ১৯৬, যা ২০২২ সালে রেকর্ড করা হয়েছিল। এই পরিসংখ্যান ১৯৯০ সাল থেকে বার্ষিক ভিত্তিতে সংকলিত হচ্ছে। ২০২৩ সালে সৌদি আরব ১৭০টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সরকারি তথ্যের ভিত্তিতে হিসাব করেছে বার্তা সংস্থা এএফপি।

বার্লিন ভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর আইনি পরিচালক তাহা আল-হাজ্জি ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকরে রকেট গতিতে বৃদ্ধির নিন্দা জানিয়ে এটিকে অযৌক্তিক ও ব্যাখ্যাতীত বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর