বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
৮ থেকে ৫৪ বছর বয়সী ২৫২ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৪২৫ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র চেক করে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারীকে গ্রেপ্তার করে।-খবর তোলপাড় ।
শুক্রবার মধ্যরাতে রাজধানী কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের তিনটি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্য আটকদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন। অভিযানে ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করে কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়াই (অতিরিক্ত অবস্থান) ও বিভিন্ন অরাধের কারণে তাদের আটক করা হয়। আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর অধীনে আরও বেশি তদন্ত করা হবে বলেও জানান তিনি।