শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

রিপোর্টারের নাম / ৬৩ টাইম ভিউ
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের ইনিংসেই ফলটা নির্ধারিত হয়ে গিয়েছিল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টানা দ্বিতীয়বার উঠতে যাচ্ছে বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশের যুবারা। বল বাকি ছিল ১৬৭টি।

শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে প্রতিপক্ষ ভারতকে পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠেছে ভারতের যুবারা।-খবর তোলপাড়।

দুবাইয়ে ১১৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ২৮ রানের মধ্যেই দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি সাজঘরে ফেরেন। ৪ চারে জাওয়াদ ১৬ রান করলেও সিদ্দিকি আউট হন ১৪ বলে ‘ডাক’ মেরে।

তবে তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে জয়ের কাজটা প্রায় সারেন আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমস। ২৬ রানে জেমস আউট হলে সতীর্থ রিজান হোসেনকে নিয়ে বাকি কাজুটুকু সারেন তামিম। অধিনায়ক তামিমের ৫৭ রানের বিপরীতে ৫ রানে অপরাজিত থাকেন রিজান।

এর আগে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে শুরুটা করেন মারুফ মৃধা। ৭ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নেন তিনি। তবে শুরুটা মৃধা করলেও পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে দিয়েছেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। ২৪ রানে ৪ ‍উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলারও তিনি।

পাকিস্তানকে এক শর ওপরে রানটা পায় ফারহান ইউসুফ (৩২) ও মোহাম্মদ রিয়াজউল্লাহর (২৮) সৌজন্যে।

অন্যদিকে শারজায় ভারতকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কার যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় ভারত। ১৭০ উইকেটের জয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আয়ুশ মাত্রে ও বৈভব সূর্যবংশী। ৮.৩ ওভারে ৯১ রানের জুটি গড়েন তারা। ৩৪ রানে আয়ুশ আউট হলে দুর্দান্ত জুটিটা ভাঙেন।

তবে প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরান চলতে থাকে আইপিএলে কোটিপতি বনে যাওয়া সূর্যবংশীর। যখন থামলেন তখন তার নামের পাশে ১৮৬.১১ স্ট্রাইকরেটে ৬৭ রান। ৩৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। তার আউটের পরে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে জয়ের কাজটা সারেন অধিনায়ক মোহাম্মদ আমান। আর ১১ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন কেপি কার্তিকেয়া।

এর আগে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায়। চেতন শর্মার পেসে ৮ রানে ৩ ‍উইকেট হারায়। সেখান থেকে চতুর্থ উইকেটে ৯৩ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন শারুজান শানমুগানাথন ও লাকভিন অভয়সিংহে। তবে ব্যক্তিগত ৪২ রানে শারুজান আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এক প্রান্ত আগলে রেখে ৬৯ রানের ইনিংস খেলে দলকে পরে ১৭৩ রান এনে দেন অভয়সিংহে। ভারতের হয়ে ৩৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন চেতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর