বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন
ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। তার আগে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফি। বেশ কয়েকটি দেশ ঘুরে আজ রোববার মধ্যরাতে ট্রফি আসছে বাংলাদেশে।-খবর তোলপাড় ।
৭ থেকে ৯ আগস্ট এই তিনদিন ট্রফি থাকবে বাংলাদেশে। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের কোন কোন স্থানে নেয়া হবে সেই সূচিও জানিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। বিসিবির দেয়া তথ্য অনুযায়ী ৭ আগস্ট অফিসিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে বিকেল ৩টায়।
পরদিন ৮ আগস্ট জাতীয় দল, মহিলা দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং মিডিয়ার সদস্যদের জন্য সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে।
গত ২৭ জুন বিশ্বকাপ ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর স্বাগতিক ভারত ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে ট্যুর করেছে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশ থেকে ট্রফি যাবে কুয়েতে। সবমিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।
বিশ্বকাপ ট্রফি উন্মোচনের দিন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস, বিশ্বে এক শ কোটিরও বেশি ক্রিকেট–ভক্ত আছে। আমরা চাই যত বেশি সম্ভব মানুষ বিখ্যাত এই ট্রফির কাছাকাছি আসতে পারুক।