মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
সংবাদদাতা, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ ।
বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে দ্বীপের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ধর্ষণের শিকার কিশোরী লেমশীখালী ইউনিয়নের শাহাজীর পাড়া এলাকার শাহাবুদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
ভিকটিমের মা জানান, বুধবার দিবাগত রাতে বড়ঘোপ ইউনিয়নের উত্তর মনোহরখালী এলাকার নির্জন বিলে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে উত্তর বড়ঘোপ এলাকার কয়েকজন বখাটে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ভিকটিমকে উদ্ধার করার পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সন্দেহজনক ৬ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।