বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন
মরক্কোর পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে একটি মিনিবাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ দেমনাত হাসপাতালে রাখা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবিবার মিনিবাসটি আইত আনানাস এলাকা থেকে পাহাড়ি রাস্তা দিয়ে ডেমনেটের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।-খবর তোলপাড় ।
মরক্কোর জাতীয় বার্তা সংস্থা এমএপিকে জানিয়েছে, বাসটি দেমনাত শহরে যাওয়ার পথে সেখানকার সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়।
হাসপাতালের পরিচালক ইউসুফ মাখলুফি বলেন, দুর্ঘটনায় বাসটির সব যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দুজন নারী ও একটি শিশু রয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।