বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

ভর্তি আবেদন: নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফে শুরু ৯ আগস্ট

ঢাকার চার্চ পরিচালিত হলিক্রস, সেন্ট যোসেফ ও নটর ডেম কলেজ নিজেরা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচিত করে। এই তিন কলেজ ভর্তি আবেদন শুরু হবে বুধবার। চলবে আগামী ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি পদ্ধতি চালু করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে সারাদেশে ভর্তি পরীক্ষার পরিবর্তে মাধ্যমিকের প্রাপ্ত ফলাফল ও নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তি প্রক্রিয়া হয়ে আসছে।-খবর তোলপাড় ।

তবে উচ্চ আদালতের নির্দেশে প্রতি বছর এ প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে আসছে ওই তিন কলেজ। এবারও তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম হবে বলে জানা গেছে। তবে যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে প্রতি বছর আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র নির্বাচন করি। এবারও একই পদ্ধতিতে ভর্তি করানো হবে।

আবেদন প্রক্রিয়া: ৯ আগস্ট থেকে তিন কলেজে ভর্তির জন্য অনলাইনে কলেজগুলোর নিজস্ব ওয়েবসাইটের আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা বিকাশে পরিশোধ করার পর অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। যেসব শিক্ষার্থী পূর্ণনিরীক্ষণ করেছেন তাদের ফলাফল প্রকাশ হওয়ার পর সংশোধিত কপি নিয়ে কলেজে সরাসরি যোগাযোগ করতে হবে। এছাড়া ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় আনা হবে।

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ভর্তি ক্ষেত্রে এসএসসিতে (বাংলা ও ইংরেজি ভার্সন) উচ্চতর গণিতসহ জিপিএ-৫ পেতে হবে। মানবিকে জিপিএ-৩ ব্যবসা শিক্ষায় জিপিএ-৪ থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থী ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া ইংরেজি মাধ্যমে পড়া ‘ও’ ল্যাভেলের শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫, বিজ্ঞান ও ব্যবসায় থেকে মানবিক বিভাগে জিপিএ ৩.৫ হতে হবে।

ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন: আবেদনকারী সব প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসি-তে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।

লিখিত পরীক্ষা পদ্ধতি: এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান ।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়