বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
রাশেদ:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন মোড়ে আবারও সকালে শিক্ষার্থীরা স্কুল যাওয়ার সময় ও বিকালে শিক্ষার্থীরা বাড়ি ফেরার সময় নানা ভাবে হয়রানি ও ইভটিজিং শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিভিন্ন কিশোর গ্যাং গুলো সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করার পর ভয়ভীতি দেখিয়ে কেড়ে নিচ্ছে মোবাইল ও মানিব্যাগ। কেউ কিন্তু বলতে গেলে তাদেরকে দেয়া হচ্ছে গালিগালাজ ও হুমকি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, নিজের ভাই বোন রাস্তা দিয়ে একসাথে চললেও কেড়ে নেওয়া হয় আমাদের (শিক্ষার্থীদের) মানিব্যাগ ও মোবাইল। মারা হচ্ছে কিল-ঘুষি। কিছু দিন কমে ছিলো আবার কেন জানি এমন ঘটনা হরহামেশাই ঘটছে আমারদের রাজারহাটে। এই হয়রানির হাত থেকে মুক্তি চাই আমরা। বন্ধু বান্ধবীরা সহ একসাথে প্রাইভেট বা কোচিং গেলেও তারা আমাদের ধরে ভয় ভীতি দেখিয়ে টাকা কেড়ে নেয়। রবিবার কলেজ ছুটির পর নাস্তা খাওয়ার টাকা ছিলো আমার কাছে কিন্তু বান্ধবীর সাথে প্রাইভেটে যাচ্ছি তাই আমার কাছে ১০০০ টাকা দাবি করে কয়েকজন, আমি কোথায় থেকে দিবো ১০০০ টাকা এই চিন্তায় আজ কলেজে যাই নাই বলে নাম প্রকাশে অনুচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ তুলেন।
নাম প্রকাশে অনুচ্ছুক এক মাদরাসার সুপার বলেন, প্রতিষ্ঠান শুরুর সময় এবং ছুটির সময় একদল বখাটে ছাত্রীদের উত্যক্ত করে বলে ছাত্রীরা অভিযোগ দিয়ে আসছে। এছাড়া প্রতিষ্ঠান ছুটির পর ওই প্রতিষ্ঠানের বারান্দায় বসে মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে আসছে বলে
অভিভাবকগন ও সূধী সমাজ রাজারহাট থানা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছে এই কিশোর গ্যাং গুলোর অপরাধের হাত থেকে সাধারণ শিক্ষার্থীদের মুক্তির জন্য।
এই বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান বলেন, অতিদ্রুত এই কিশোর গ্যাং এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবো আমরা । শিক্ষার্থীরা নির্ভয়ে স্কুল কলেজে আসবে, কোথায় কোন এই রখম ঘটনা ঘটলে তাৎক্ষনিক আমাদের সাথে যোগাযোগ করলে গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহন করবো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যাওয়ার রাস্তা গুলো হবে কিশোর গ্যাং মুক্ত । আমি আবারও বলছি অতিদ্রুত অভিযান পরিচালিত হবে রাজারহাট থানায়।