শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে আশ্রয়ণ-২ প্রকল্প ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘরসমুহ আগামী ৯ আগস্ট উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
সোমবার (৭আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান,আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের কুড়িগ্রামের ৯টি উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৬৫৫টি। এরমধ্যে আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০৫টি ঘরের উদ্বোধন করবেন। প্রতিটি ঘরের জন্য দু’লাখ ৮৪ হাজার ৫০০টাকা ব্যয়ে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়াও চরাঞ্চলের ডিজাইন নামক ঘরের জন্যদু’লাখ ১৭হাজার ৫০০টাকা ব্যয়ে ৫৫টি ঘর নির্মাণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় আশ্রয়ণ-২প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের সংখ্যা ৪ হাজার ৭০২টি। এরমধ্যে প্রথম পর্যায় সুবিধাভোগীর নিকট ঘর হস্তান্তর হয়েছে এক হাজার ৫৬৯টি, দ্বিতীয় পর্যায়- এক হাজার ৭০টি,তৃতীয় পর্যায়-এক হাজার ২৫৯টি পরিবারের মধ্যে দেয়া হয়।