শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

রাজারহাটে ইঁদুরের গর্তের ধান সংগ্রহে মেতে উঠেছেন শিশু-কিশোররা

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চলতি আমন মৌসুমে আমন ধান কাঁটা ও মাড়াইয়ের কাজ অব্যাহত রয়েছে। এবারে আমন ধানের ফলন অত্যান্ত ভাল হয়েছে। রাজারহাট উপজেলায় এবছরে আমন ধানের লক্ষমাত্রা ছিল ১১হাজার ৯’শ ৫০ হেক্টর। অর্জিত হয়েছে ১১হাজার ৮’শ ৯ হেক্টর। বন্যার কারণে ৫০ হেক্টর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। তারপর এ উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে আশা ব্যক্ত করেছেন তারা। গত ২সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা ধান কেঁটে জমিতেই শুকিয়ে নেয়ার জন্য রেখে দিচ্ছেন। তারপর শুকনো ধানসহ খড় বাড়ীতে নিয়ে গিয়ে মাড়াই করে গোলায় ধান ভরছেন। এবারে প্রতিকেজি আমন ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০টাকা। প্রতিমণ ধান ধরা হয়েছে ১২’’শ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে প্রতি মণ ধান ১৩শ টাকা থেকে ১৩শ ৫০টাকা। প্রতি বছরই আমন ধানের ক্ষেতে ইঁদুর বাসা বাধে।

ধান পাকার সাথে সাথে ইঁদুর সেই আমন ধান কেটে গর্তে ভরাট করে। আমন ধানের ক্ষেতে ইঁদুরের ধান কাঁটা দেখে অনেক কৃষকের মাথায় হাত পড়ে। তারপরও কিছু করার থাকে না কৃষকের। ক্ষেতে যে টুকু ধান থাকে সেইটুকুই কেটে নিয়ে সন্তোষ্ট থাকতে হয় কৃষককে। কৃষকের ধান কেটে নিয়ে যাওয়ার পর ফাঁকা জমিতে এ উপজেলায় অভাবী কিছু গৃহবধু ও শিশুদের কোলাহল পড়ে। তারা ইঁদুরের গর্তের ধান সংগ্রহে ডালি-কুলা ,বস্তা ও পাসুন-কোদাল নিয়ে বেড়িয়ে পড়ে। সারাদিন তারা বিভিন্ন জমির ইঁদুরের গর্ত খুঁজে বের করে কোদাল পাসুন দিয়ে গর্ত খুঁড়ে সেই গর্তে হাত ঢুকে দিয়ে ধান বের করে নিয়ে আসে। এভাবে শিশু-কিশোররা ও অভাবী গৃহবধুরা ইঁদুরের ধান সংগ্রহে মেতে উঠেন। চাকিরপশার ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, প্রতিবছরই আমন ক্ষেতের ধান ইঁদুর কেটে গর্তে নিয়ে যায়। ক্ষেতে গেলে ইঁদুরের অত্যাচার দেখলে অবাক হয়ে যাই। মানুষকেও ভয় করে না তারা।

চাাকিরপশার চক নাককাটি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার জবা রানী রায় বলেন, ইঁদুর মারা জন্য বিষ টোপ ও ফাঁদ ব্যবহার করে ইঁদুর নিধন করার পরামর্শ দেয়া হয় কৃষকদের। তারপরও ুআমন ক্ষেতের ধান ইঁদুর কেটে ফেলে।

উপজেলা কৃষি অফিসার সামসুন্নাহার সাথী বলেন, ইঁদুরের গর্তে ধান থাকে ঠিকই। কিন্তু শিশুরা যেন সেই গর্তে হাত প্রবেশ না করে সেদিকটা খেয়াল রাখতে হবে। কারণ ইঁদুরের গর্তে বেশীরভাগ সময়ে ইঁদুর ধরার জন্য বিষধর সাপ থাকতে পারে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর