বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
মোশারফ হোসেন,কাউনিয়া (রংপুর):
কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার(৮আগষ্ট) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন।সাবেক জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন,উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি,থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমীন প্রমুখ।
পরে ১৪ জন মহিলা কে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।