পীরগঞ্জে সিঙ্গার কোম্পানীর শতভাগ ডিসকাউন্ট পেয়ে গ্রাহকরা খুশি
শেখ সমশের আলী, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিনেমা হল এলাকায় দীর্ঘদিন ধরে দেশের সুনামধন্য সিঙ্গার কোম্পানীর গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়ছে। বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে স্ক্যাচকার্ড ঘষে শতভাগ ডিসকাউন্ট পেয়ে গ্রাহকরা বেশ খুশি।
সিঙ্গার মেগা, সিঙ্গার প্লাস অথবা সিঙ্গার প্রো ডিলার শপ থেকে কেনা রেফ্রিজারেটর ও ফ্রিজারের ক্রেতাগণ স্ক্যাচকার্ড ঘষে শতভাগ ডিসকাউন্ট পেয়ে ক্রেতাদের মাঝে কোম্পানির সুনাম ব্যাপক হারে বাড়ছে। পীরগঞ্জ পৌর এলাকার জগথা গোরস্থানপাড়া মহল্লার আবুল হোসেনের পুত্র জহিরুল ইসলামের স্ত্রী মোছাঃ জহরা বেগম ফ্রিজ কিনে স্ক্যাচকার্ড ঘষে শতভাগ ডিসকাউন্ড পেয়েছেন। ডিসকাউন্ট পাওয়ায় তার মাঝে আনন্দের শেষ নেই। ওইসময় সিঙ্গার বাংলাদেশ লিঃ এর এমসিএম মেম্বার মোঃ সামস আরিফিন (এরিয়া ম্যানেজার উত্তর অঞ্চল), পীরগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুল বাতেন, গ্রাহক, সংবাদকমীর্ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।