
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শেষ মুহূর্তে জমে উঠেছে। এবারের ফাইনালের জন্য শক্তিশালী দাবিদার হয়ে উঠেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দৌড়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা অনেকটা এগিয়ে গেছে। গেবেখা টেস্টে ১০৯ রানের দাপুটে জয় পেয়েছে প্রাটিয়ারা।
১০ ম্যাচে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬০.৭১ শতাংশ। ৫৭.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। -খবর তোলপাড়।
গেবেখায় ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য পাঁচ উইকেট প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কেশভ মহারাজের ঘূর্ণিতে শ্রীলঙ্কা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। ৩৪৮ রান তাড়ায় নেমে গুটিয়ে যায় ২৩৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা।
ক্যারিয়ারের ১১তম ফাইফারের দেখা পাওয়া মহারাজ ৭৬ রানে নেন ৫ উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসনের শিকার দুটি করে উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ মোট সাত উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন প্যাটারসন। দুই ম্যাচে ৩২৭ রান করে সিরিজ-সেরা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৩৫৮ ও ৩১৭
শ্রীলঙ্কা: ৩২৮ ও ৬৯.১ ওভারে ২৩৮ (ধনঞ্জয়া ৫০, কুশল ৪৬, কামিন্দু ৩৫; মহারাজ ৫/৭৬, প্যাটারসন ২/৩৩, রাবাদা ২/৬৩)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৯ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: ড্যান প্যাটারসন।
সিরিজসেরা: টেম্বা বাভুমা।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com