বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন
শাহীন, কক্সবাজার:
কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বানের পানি নেমে যাওয়ায় একে একে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পেকুয়া উপজেলায় তিন, চকরিয়া উপজেলায় এক শিশুর মরদেহ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. জাবেদ মাহমুদ।
মৃত শিশুরা হলো- চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেরুয়াখালীপাড়ার মো. এমরানের ছেলে মো. জিশান (৯), পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) এবং তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।