শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

পথশিশুদের জীবন

রিপোর্টারের নাম / ২০ টাইম ভিউ
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

-ফারুক আহম্মেদ জীবন

তোমরা বিশ্বাস করো….
আমি আজ কোন কবি হয়ে কলম ধরেনি,
কোন কাল্পনিক চিত্তে
কল্পনার রূপ কথাতে রঙচঙ করে সাজিয়ে
কোন কবিতাও লিখতে আসিনি।
আসিনি ছন্দ রসের গাঁথুনিতে
আজ আর কারোর চিত্তে মনোরঞ্জন দিতে,
আসিনি আমি কাব্যের ডালিতে
কোন পাঠকের হাত তালিতে
আজ আর কারোর কোন বাহ্ বাহ্ পেতে।
আমি এসেছি আজ
সেই সকল অনাথ অসহায় পথশিশুদের
হৃদয় উদ্বেলিত আঁখি বিগলিত
তপ্ত অশ্রু জলে ডায়রির পাতা ভিজাতে,
যাদের নিত্য চিতা জ্বলে উদরে
ক্ষুদার্ত পেটে রাত কাটে যারা পাই না খেতে।
আহারে! নিশিভোর, মাথার উপর
যাদের বৃষ্টির মত হিম তুষার বিন্দু ঝরে
পৌষ মাঘের হাড়কাঁপা এ শীতে,
বলো তো, গরম বস্ত্র বিনে তারা বাঁচবে কি করে?
আমরা কেউ কি পারিনে.. পারিনে বলো…
এই সমাজে যার যতোটুকু যেমন সামর্থ্য আছে সাধ্যমত তাদের গরম বস্ত্র কিনে দিতে?
যাদের আজ অর্থ আছে
যারা প্রভাবশালী বিত্তবান থাকি অট্টালিকায়,
কোরমা পোলাও বিরিয়ানি খায়।
ঘুমায় সুখে রাতে লেপ তোশক কম্বলে আয়েশে
তাদের তো কতো অর্থই
আজ বিভিন্নখ্যাতে অনার্থক হয় অপচয় তাইনা?
ব্যয় করতে কি পারিনে কিছু অর্থ
স্বার্থ হীন ভাবে উদার চিত্তে মানবিকতায়?
শুধুই ভালোবাসার নিমিত্তে
বাস্তুহারা সহায়সম্বলহীন দরিদ্র অসহায়দের
এই শীতের প্রকোপ থেকে বাঁচাতে।
আর একবার…আর একবার….হউক না হয়
এই বিশ্ব সংসারে বদন্যতার দৃষ্টান্ত স্থাপন করতে
মনুষ্যকুলে মানবতার জয়।।

নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর