রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি
প্রহলাদ মন্ডল সৈকত:
মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কুড়িগ্রামের রাজারহাটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এর পর শুরু হয় ভোট গণণা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। রাত সাড়ে ১০টায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়।
রাজারহাট উপজেলা নির্বাচনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ৪জন, ভাইস চেয়ারম্যান ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন। এ উপজেলায় মোট ভোটার ১৬৭৮৫১। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩০২৯জন ও মহিলা ভোটার ৮৪৮২২ জন। মোট কেন্দ্র ৬৩টি।
বুথ ৪৪৯টি। চেয়ারম্যান পদে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি (মটর সাইকেল) ৩৭৩৪৩ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্ধী আবুনুর মোঃ আক্তারুজ্জামান(আনারস) ১৮৭৭৩ পেয়েছে ভোট
ও ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকার(চশমা) ৩১৯০৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটমতম প্রতিদ্বন্ধী নাজমুল হুদা নাজু(টিউবয়েল) ১৬৪৪৫ পেয়েছে ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা আক্তার(হাঁস) ২৯৭৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটমতম প্রতিদ্বন্ধী মাধবী রানী(ফুটবল) ২৩৭৯৬ পেয়েছে ভোট।