উলিপুরে সহকারি শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই পাঁচপীর সরকারি প্রাথমিক.বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী বৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন। খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আমীন সিদ্দিকী। এ সময় খামার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, গোড়াই রঘুরায সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামুল হক সোনার, বকসীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আমিনুল ইসলাম, সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
উল্লেখ্য, ওই বিদ্যালয় থেকেই বিভিন্ন সময়ে অবসর নেয়া ৮ জন সহকারী শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।