বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১১ অপরাহ্ন
এম এইচ শাহীন, ফুলবাড়ী(কুড়িগ্রাম):
প্রেম করে পালিয়ে বিয়ে করার অপরাধে ছেলের পরিবারকে এলাকা ছাড়া করতে দিনে-দুপুরে তান্ডব চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে প্রভাবশালী পরিবারের লোকজন।
ঘটনাটি ঘটেছে, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের জোলা পাড়া গ্রামে।
জানা গেছে, প্রভাবশালী সাবেক ইউপি সদস্য ইউনুছ আলীর মেয়ে ও ওই গ্রামের লেবু বেগমের ছেলে লিটু মিয়ার সাথে প্রেম চলে আসছিলো। ভালোবাসার এক পর্যায়ে তারা ঘর সংসার করার উদ্দেশ্যে গত ৩১ মে পালিয়ে যায়।
মেয়ের মা রেহানা বেগমের দায়ের করা মামলায় ছেলে পরিবারের লোকজন গা ঢাকা দিলে এ সুযোগে প্রভাবশালী ওই পরিবারের লোকজন গত বুধবার ছেলের বাড়িতে গিয়ে ভাঙচুর ও মালামাল লুট করতে থাকলে,অসহায় পরিবারটি ৯৯৯ এ ফোন দিলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রভাবশালী লুন্টনকারীর বাড়ি হতে লুট করা কিছু মালামাল উদ্ধার করে।পরে পুলিশ উদ্ধার করতে মালামাল স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমানের জিম্মায় রেখে আসে । এ ঘটনায় বৃহস্পতিবার দু’জন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে আবারো ওই প্রভাবশালী মহলের রোষানলে পরে অসহায় পরিবারটি।
এক পর্যায়ে সাংবাদিকদের সামনেই অসহায় পরিবারের লোকজনকে মারপিট করে প্রকাশ্যে জবাই করে হত্যা করার হুমকি দেয়।
এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ এনে অসহায় দরিদ্র পরিবারটির পরিবার প্রধান লেবু বেগম বৃহস্পতিবার উলিপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এ ব্যাপারে ওই এলাকার বিট পুলিশ অফিসার এস আই মশিউর রহমানের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।