রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুল অনষ্ঠানটি হয়েছে উপজেলা পরিষদ চত্তরে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্ধনির মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
উপজেলা পরষদ চত্তরে অবস্থিত শহীদ মিনারে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
পরে একে একে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষাপ্রতিষ্ঠান,প্রেসক্লাব রাজারহাট ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপজেলা নাগরিক কমিটির আরিফুর রহমান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন প্রমূখ।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়।