বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
দিপালী রানী রায়:
১৭মার্চ শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।
এসময় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এর পর উপজেলা অফিসার্স ক্লাবে কেক কাটেন শিশুরা।
পরে মহান নেতার জিবনী তুলে ধরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা মৎস্য অফিসার আরিফুল ইসলাম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) প্রানকৃষ্ণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমূখ।
শেষে উপজেলা শিল্প কলা একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচী পালন করেন।