বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ অপরাহ্ন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক। খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দুলাল মিয়া। অন্যানের মাঝে বক্তব্য রাখেন খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এমএন বদরুজ্জামান সবুজ, ছাত্রনেতা সালমান প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭৫ সনের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে । আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700