বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ অপরাহ্ন
সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম) :
দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। তার নাম আনোয়ারুল ইসলাম। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি এলাকার বাসিন্দা।
বুধবার রাতে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ফরিপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
ওসি জানায়, ২০০১ সালে আনোয়ারুল ইসলামসহ তিনজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা এলাকায় নার্সারিতে কাজ করতেন। ওই সালের সেপ্টেম্বর মাসে সেখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আনোয়ারুল সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। পরে আদালত আনোয়ারুলের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। ২২ বছর ধরে সাজার ভয়ে দেশের বিভিন্ন জেলায় ছদ্দবেশে অবস্থান এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করতেন। আটকের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।