রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরায়েল

রিপোর্টারের নাম / ২২ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে ইসরায়েলের তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রবিবার (১৭ নভেম্বর) একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল-নাবাতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন। -খবর আল জাজিরার/তোলপাড়।

আল জাজিরার ডোরসা জাব্বারি বলেছেন, মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।

জাব্বারি বলেন, রাস আল-নাবার আশেপাশে হামলাটি বৈরুতের “প্রশাসনিক কেন্দ্রের” কাছে করা হয়েছিল। সাধারণ ইসরায়েল বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে। কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে।

এদিকে লেবাননের দুই নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কেন্দ্রীয় বৈরুতের একটি ভবনে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া রিলেশনশিপ প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। তবে এই অভিযানের আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনো উচ্ছেদের সতর্কতা জারি করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর