রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

উলিপুরে ছিনতাই হ‌ওয়া ৭টি ম‌হিষ উদ্ধার

রিপোর্টারের নাম / ৬১ টাইম ভিউ
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

আব্দুল মালেক:
কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌ উপ‌জেলার রা‌ণিগঞ্জ ইউনি‌য়নের নয়াবস চ‌র থে‌কে ছিনতাই হ‌ওয়া সাত‌টি ম‌হিষ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। গত বৃহস্প‌তিবার রা‌তে উলিপুর উপ‌জেলার ধাম‌শ্রেনী ইউনিয়নের সু‌ড়ির ডারার পাড় এলাকা থে‌কে এসব ম‌হিষ ছিনতাই ক‌রে দুর্বৃত্ত্বরা। প‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে শুক্রবার ভোর রা‌তে নয়াবস চ‌র থে‌কে ছিনতাই হওয়া ম‌হিষগু‌লো উদ্ধার করা ব‌লে জানায় পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর এলাকার মহিষ ব্যবসায়ী রুবেল মিয়া (৩২) দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের রৌমারী থেকে মহিষ ক্রয়-‌বিক্রয় ক‌রে আস‌ছেন। গত বৃহস্পতিবার ওই ব‌্যবসায়ী ৭টি মহিষ ক্রয় করে নৌকা যোগে চিলমারী উপজেলার ফকিরেরহাট ঘাটে পৌঁছান। এ সময় দুর্বৃত্ত্বরা ওই ব‌্যবসায়ীর কাছ থে‌কে ম‌হিষ ক্রয়ের র‌শিদ কে‌ড়ে নেয়। এরপর উলিপুর উপ‌জেলার ধামশ্রেনী ইউনিয়‌নের স‌ু‌ড়িরডারার পাড়া এলাকায় এক‌টি মাদরাসার সামন থে‌কে দু‌টি মোটরসাইকে‌লে এসে ম‌হিষ বহনকারী পিকআপ থে‌কে ম‌হিষগু‌লো ছিনতাই ক‌রে নি‌য়ে যায়।

প‌রে শুক্রবার উলিপুর থানায় ভুক্ত‌ভোগী ব‌্যবসায়ী রু‌বেল মিয়া বাদী হ‌য়ে নামীয় ওই এলাকার লুৎফর রহমানের ছেলে আরিফ মিয়া (৩০) ও অজ্ঞাত তিনজ‌নের নামে মামলা দা‌য়ের ক‌রেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, আসা‌মি ধরার চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে। এ ছাড়া ম‌হিষ এবং পিকআপটি পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে। পরবর্তী‌তে আদাল‌তের নি‌র্দেশনা অনুযায়ী আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর