কুড়িগ্রামে সাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, ইজতেমার মাঠ দখলের পায়তারা ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ তাবলীগ ও কুড়িগ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা।সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন সমাবেশকারীরা।
সোমবার ২৩ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শাপলা চত্বর এলাকায় উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাও মোঃ আবু বক্কর সিদ্দিক সভাপতি কওমি ওলামা পরিষদ কুড়িগ্রাম। যুগ্ম আহবায়ক হেফাজতে ইসলাম, মোঃ ওলিউল্লাহ তাবলীগ সাথী,মুফতি আব্দুল হান্নান কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ সভাপতি নাগেশ্বরী, মুফতি নুর উদ্দিন কাশেমী সহ সভাপতি খেলাফত মজলিসের কুড়িগ্রাম জেলা শাখাসহ সকল উপজেলার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সাদ পন্থীদের আওয়ামী দোসর উল্লেখ করে বলেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। অচিরেই সাদ পন্থীদের সকল কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দেশের আলেম সমাজ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। এছাড়া কুড়িগ্রামে দখলে থাকা মার্কাস মসজিদের সকল কার্যক্রম বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি।