কুড়িগ্রামে বাল্য বিয়ে নিরসনে কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা, কুড়িগ্রাম :
কমিউনিটি পর্যায়ে বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৪ডিসেম্বর) কুড়িগ্রাম টেরেডেস্ হোমস্ ফাউন্ডশনের আয়োজনে জয়েন্ট একশন গ্র্যান্ট প্রকল্প এবং মালালা ফান্ডের অর্থায়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল মির্জা নাছির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহবুদ্দিন আহমেদ, সফিখান, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, জোষ্ঠ্য সাংবাদিক আরিফুল হক রুজু, এ্যাডভোকেট প্রদীপ রায়, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর রকিবুল ইসলাম, ইমপ্লিমেন্টেশন অফিসার মো: বিল্লাল হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রোগ্রাম ফোকাল তানভীরুল ইসলাম ও প্রোগ্রাম কোর্ডিনেটর মাহমুদ মীম প্রমূখ।
কর্মশালায় কুড়িগ্রামের ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সংস্কৃতি কর্মিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ৪০ জন অংশ গ্রহন করেন।
কর্মশালার বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ আইন ২০১৭ নিয়ে বিশদ ধারণা দেয়া হয়। এরপর অংশগ্রহণকারী দলগতভাবে বাল্যবিবাহের কারণ ও প্রতিকার অনুসন্ধানে দলগত কাজ করে। দলগত কাজ শেষে প্রতিটি দল তাদের অনুসন্ধান পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।