সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’
সংবাদদাতা, বগুড়া:
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটিকে হত্যার বড় হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী।
এমনটি ঘটেছে বগুড়া সদর থানার নওদাপাড়া এলাকায়। ওই সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখাকে হত্যার হুমকি প্রস্তুত হওয়ার জন্য লিখে গেছে কে বা কারা। নিজ বাড়ির দেয়ালে হত্যার হুমকির দেওয়ার এমন বিষয়টি নিয়ে আতঙ্কিত সায়েম ও তার পরিবার।
তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তার পরিবার।
সহ-সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঘটনাটি নিয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সমন্বয়করা।