শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

কুড়িগ্রামে আদালতের রায় পাওয়া জমিতে প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ২৯ টাইম ভিউ
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে আদালত থেকে জমির মালিকানা পেলেও সেই জমি প্রবেশের রাস্তা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তিভোগী পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিকদের পক্ষে আহাম্মদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মালিকদের মধ্যে জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, আব্দুর রশিদসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

আহাম্মদ হোসেন বলেন, কুড়িগ্রাম পৌরসভার অন্তর্গত হিঙ্গনরায় মৌজার জিয়া বাজার সংলগ্ন এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তির ৮ শতাংশ জমি যার জে এল নং ৪১, সিএস খতিয়ান নং ৯৪, এসএ খতিয়ান নং ১২৫, সিএস ও এসএ দাগ নং ১৩৮৯/১৭৭৫ এবং আর এস খতিয়ান নং ০১, ১/১ ও দাগ নং ২৬২৪। উক্ত জমি দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম পৌরসভা দোকানঘর করে কিছু ব্যক্তিকে ভাড়া দেওয়ার মাধ্যমে দখলে রেখেছিল। এই জমি উদ্ধারে আমাদের পরিবার আদালতে মামলা দায়ের করে যা- অন্য মামলা নং ৫৪/২০১০ করে শুনানি শেষে ২৩ আগস্ট’২০১২ রায় পান। পরে বিবাদীদের করা ২৭ আগস্ট’২০১২ তারিখের আপিল মামলা নং ১১৩/২০১৮ এর রায়ও আমাদের পক্ষে পাই। এই রায় অনুসারে ডিং মামলা নং ০৩/২০২১ মোতাবেক কুড়িগ্রাম সদর উপজেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ও বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ১ম আদালতে আইনানুগভাবে সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে ১৩ নভেম্বর’২৪ আমাদের জমি চিহ্নিত করেন এবং অবৈধ দোকানঘর উচ্ছেদ করে প্রকৃত মালিক হিসেবে আমার পরিবারকে জমি বুঝিয়ে দেন। এরপরও বিবাদী বাবলা ঘোষ, আব্দুস সালাম, সাহের আলী, আবেদ আলী ও আল আমিনসহ কয়েকজন জোরপূর্বক উক্ত জমির প্রবেশের রাস্তায় টিনের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন।

তিনি আরও বলেন, ভাড়াটে লোকজনদের দিয়ে গত ২৮ নভেম্বর’২৪ তারিখে মানববন্ধন করে সাংবাদিকদের মিথ্যা তথ্য উপস্থাপন করে খবর প্রকাশ করে। উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এ মামলা চালিয়ে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে ফলে আমরা এখন নিঃস্ব প্রায়। তাই আমাদের পৈত্রিক জমি ভোগদখলে বাধাদানকারী ব্যক্তিদের কবল থেকে রক্ষা করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর