মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

৪৩তম বিসিএসে নতুন প্রজ্ঞাপন, বাদ পড়ল ১৬৮ জন

রিপোর্টারের নাম / ১৭ টাইম ভিউ
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮৯৬ জনকে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ফের বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী।-খবর তোলপাড়।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়াও গত ১৫ অক্টোবর এ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশাসন ক্যাডারে ২৬৭ (আগে নিয়োগ পেয়েছিল ২৯৩) জন, পুলিশ ক্যাডারে ৮৮ জন (আগে নিয়োগ পেয়েছিল ৯৬), পররাষ্ট্র ক্যাডারে ২২ (আগে নিয়োগ পেয়েছিল ২৫) জনসহ বিভিন্ন ক্যাডারে এই কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর