চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রীতিমত উড়ছে মোহামেডান। লিগে ৬ ম্যাচের সবগুলোই জিতেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আজ নিজেদের ৬ষ্ঠ ম্যাচ খেলতে নেমে চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।-খবর তোলপাড়।
আজ (৪ জানুয়ারি) ম্যাচের ২০ মিনিটেই শাকিল আহাদ তপু লাল কার্ড দেখলে ১০ জনে পরিনত হয় মোহামেডান। ১০ জনের দল নিয়েও প্রথমার্ধে বেশ আক্রমনাত্মক খেলা খেলতে থাকে তারা। তবে ফিনিশিং দুর্বলতার কারনে প্রথমার্ধে আর গোলের দেখা পাওয়া হয়নি তাদের।
তবে দ্বিতীয়ার্ধে নেমেই গোলের মুখ দেখে মোহামেডান। মোজাফ্ফরভের কর্নারে কুলদিয়াতি হেডে খুঁজে নেন ঠিকানা। ৫৪তম মিনিটে ঢিলেঢালা রক্ষণে দ্বিতীয় গোলটি হজম করে চট্টগ্রাম আবাহনী। আরিফ হোসেনের আড়াআড়ি ক্রসে গোলমুখে একেবারে ফাঁকায় থাকা সানডে আলতো টোকায় অনায়াসে লক্ষ্যভেদ করেন।
৬৩তম মিনিটে আর্নেস বোয়াটেংয়ের শট পোস্টে লেগে ফিরে আসার পর ফিরতি সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন সৌরভ দেওয়ান। শেষ দিকে আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী।
খেলার একদম শেষ মিনিটে বক্সে মোহামেডানের রাজীবের হাতে বল লাগলে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান কমান চট্টগ্রাম আবাহনীর ইমতিয়াজ সুলতান জিতু।
এ জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথমে আছে মোহামেডান। অন্যদিকে ৬ ম্যাচের সবগুলো হেরে টেবিলের তলানিতে অবস্থান চট্টগ্রাম আবাহনীর।